স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেইড ওভালে দ্বিতীয় দিনের শেষ বিকেলে মাত্র ৯৬ রানে ৬ ব্যাটসম্যানকে হারিয়েছিলো পাকিস্তান।
আজ (রোববার) তৃতীয় দিন লড়াই করেছেন বাবর আজম, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাসরা। তবে পারেননি ফলোঅন এড়াতে।
যার ফলে প্রায় ৬ বছর পর টেস্ট ক্রিকেটে ফলোঅনের মুখোমুখি হলো পাকিস্তান। এর আগে সবশেষ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ফলোঅনে পড়েছিল তারা। এছাড়া অস্ট্রেলিয়াও প্রায় ৪ বছর পর কোনো দলকে ফলোঅন করালো। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে সবশেষ ফলোঅন করানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা।
ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম ৬ ব্যাটসম্যান আউট হয়েছিল মাত্র ৮৯ রানে। তবে তৃতীয় দিনে শেষের ৪ উইকেট দিয়েই আরও ২১৩ রান যোগ করে পাকিস্তান। যার মধ্যে ছিলো সপ্তম উইকেটে বাবর-ইয়াসিরের ১০৫ রানের জুটি ও নবম উইকেটে ইয়াসির-আব্বাসের ৮৭ রানের জুটি। শেষ পর্যন্ত ৩০২ রানে থামে পাকিস্তানের ইনিংস।
প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি বাবর (৯৭)। তবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১১৩ রান করেছেন ইয়াসির। বল হাতে ৬ উইকেট শিকার করেছেন স্টার্ক।
অস্ট্রেলিয়ার ২৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে তারা। স্বাগতিক আবারও ব্যাটিংয়ে নামানোর জন্য এই রান করতে হবে তাদের। আর শেষ খবর অব্দি আবারও বিপাকে পাকিস্তান।
আপাতত বৃষ্টির জন্য বন্ধ হয়ে আছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের খেলা। বৃষ্টি নামার আগে মাত্র ১১ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার ইমাম উল হক (০) ও অধিনায়ক আজহার আলি (৯)। উইকেট দুইটি নিয়েছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।