স্পোর্টস ডেস্ক : করোনাকালের মাঝেই মাঠে ফিরছে ভারতীয় ক্রিকেটাররা। উপলক্ষ আইপিএল। বিশ্বের সবচেয়ে জাঁকজমক ফ্র্যাঞ্চাইজি আসরটি শুরু হওয়া মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য মজার মজার সারপ্রাইজ। এবার ভক্তদের জন্য সারপ্রাইজ দিলেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। নেট প্র্যাকটিসে নেমে তার হাত থেকে বের হলো ৬ ধরনের ডেলিভারি! সেটাও আবার ৬ জন ভিন্ন বোলারের।
বুমরাহর এই ভেরিয়েশন দেখে সবাই অবাক হয়ে গেছেন। তার ডান-বাম দুই হাত ঘুরেছে সমান দক্ষতায়। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল সাইটে বুমরাহর এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘বলুন তো কোন ডেলিভারিটি কোন বোলারের মতো?’ ডেলিভারির দেখে মনে হচ্ছে মুনাফ প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়াস গোপাল এবং অনিল কুম্বলে- এই ছয় বোলারকে নকল করেছেন তিনি।
ভারতের জার্সি গায়ে বহুবার বিপক্ষ ব্যাটসম্যানের ত্রাস হয়ে উঠেছেন বুমরাহ। তার পেস অ্যাটাক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় বড় বড় ব্যাটসম্যানদের। আর সেখানে কিনা আরও ৬ জন বোলারের স্টাইলে বল করছেন তিনি! অনেকেই বলছেন, একে বুমরাহয় রক্ষা নেই, আবার তার এতগুলো রূপ! তবে এই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও তার এরককম বোলিং অ্যাকশন দেখা গিয়েছিল।
📹 Can you guess all 6️⃣ bowlers Boom is trying to imitate? 🤔
PS: Wait for the bonus round 😉 #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/RMBlzeI6Rw
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।