নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।। বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। কারওয়ানবাজার, শান্তিনগর, সেগুনবাগিচা, রামপুরা, অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগেও এই কাঁচা মরিচ ছিল ৬০ টাকা। হঠাৎ লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যায়।
মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের এখন আড়াই’শ গ্রাম কাঁচা মরিচে ১৫ টাকার বদলে প্রায় ৫০ টাকায় কিনতে হচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দামও। কিছুদিন আগেও যে সবজি ৩০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৫০ টাকায়। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে।
মিরপুর কাজীপাড়া বাজার থেকে কাঁচা মরিচ কিনছিলেন মিসেস শাহনাজ। বিক্রেতার সাথে দরদাম করতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি। আলাপকালে জুমবাংলাকে তিনি বলেন, এত দামে কাঁচা মরিচ কিনে আমাদের মতো সাধারণ আয়ের মানুষ কিভাবে চলবে? বৃষ্টির অজুহাতে এভাবে দাম বাড়ানো হচ্ছে, অথচ এ নিয়ে কোনও মনিটরিং নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।