বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক কতৃপক্ষ চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ডিজিটাল মুদ্রা ‘লিব্রা’ আনার ঘোষণা দেয়। এজন্য প্রতিষ্ঠানটি প্রথমে ২৭টি কোম্পানির সমন্বয়ে একটি অ্যাসোসিয়েশনও তৈরি করে। তবে সেই অ্যাসোসিয়েশন থেকে বৈশ্বিক অর্থ লেনদেনের বড় বড় অন্তত সাত প্রতিষ্ঠান বের হয়ে গেছে লিব্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এবার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান অবস্থার কথা বলতে গেলে ফেইসবুকের লিব্রা প্রকল্প পুরোপুরি ব্যর্থ। সুইস প্রেসিডেন্টের কাছে লিব্রা নিয়ে মন্তব্য জানতে চাইলে এমন কথা বলেন। একইসঙ্গে দেশটি এখনি লিব্রাকে মেনে নিচ্ছে না বলেও জানান তিনি।
সুইচ প্রেসিডেন্ট ও দেশটির অর্থমন্ত্রী ইয়েলি মুরার ফেইসবুক এবং তার সঙ্গে যারা লিব্রা নিয়ে কাজ করেছ সেসব প্রতিষ্ঠানকে বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্পটিতে আরও কাজ করার পরামর্শ দেন। একই সঙ্গে প্রকল্পটি নিয়ে পুনরায় ভাবনা চিন্তা করতে বলেন তিনি।
এক সাক্ষাৎকারে ইয়েলি দেশটির গণমাধ্যম এসআরএফকে জানান, লিব্রার সফলতার কোনো কারণ আমি দেখি না। কারণ তারা যে প্রক্রিয়ার কথা বলেছে, সেখানে কোনো দেশের ব্যাংকিং ব্যবস্থাতেই মুদ্রা জমা দেবার বিষয়টি গ্রহণ করবে না। সেই বিষয়টি ফেইসবুকের নজরে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।