জুমবাংলা ডেস্ক : গাজীপুরে এক পার্কের ভেতর একটি কলা গাছে প্রায় ৭ ফুট লম্বা ছড়িতে ধরেছে ২ হাজার কলা। আশ্চর্যজনক এ কলার ছড়ি দেখতে অনেকে ভিড় করছেন।
সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় অবস্থিত মনপুরা পার্কে এ কলা গাছের সন্ধান পাওয়া গেছে।
এক দর্শনার্থী বলেন, এটা নতুন একটা জিনিস। আগে কখনও এমন কলার ছড়ি দেখিনি। দর্শনার্থী এক শিশু বলে, দেখে ছিঁড়তে ইচ্ছা করছে। কিন্তু এখানে লেখা আছে, ছিঁড়লে ৫ হাজার টাকা জরিমানা। তাই পারছি না।
প্রতিষ্ঠানটির কর্নধার জানান, ২ বছর আগে অপরিচিত একজন উপহার দেন কলা গাছটি। এখন সেই গাছই ভেলা হিসেবে পার্কে আনছেন উৎসুক পর্যটক। মনপুরা পার্কের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হক বলেন, একদিন এক ভক্ত এসে বললেন, আমি আপনাকে একটা কলার জাত দেব। আমাকে মনে না রাখলেও কলার কারণে রাখবেন। এখন দেখছি, সেটাই সত্য। যেটার কারণেই তাকে মনে রাখতে হচ্ছে।
কৃষিবিদরা বলছেন, বাংলায় হাজারি কলা নাম দেওয়া হলেও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রজাতির নাম থাউজেন্ডস ফিঙ্গার বানানা। তাদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে লম্বা কাদির কলা গাছ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. গোলাম মওলা বলেন, আমরা এই কলাকে দু’ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে খাওয়ার জন্য। আরেকটা হচ্ছে, অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে। কাদিতে হাজারখানেক কলা রেখে বা মোচাটা ভেঙে যদি ভালোভাবে হর্টিকালচার ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আকার বড় হতে পারে। এছাড়া জাত সম্প্রসারণ করা যেতে পারে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে লম্বা কাদির কলা প্রজাতিটির আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনিশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।