জুমবাংলা ডেস্ক : বগুড়ায় সাত বছর আগে খুন হওয়া এক ব্যক্তি জীবিত অবস্থায় ফেরত এসেছে এলাকায়। সোমবার দুপুরে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মানিকচক বন্দর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় শামিম (৩১) নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার যুবক শামিমের (৩২) মা ঝর্ণা বেগম বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি জানান তার ছেলের বন্ধু মানিকচক এলাকার আইজার (৩১) সাইকেল ও মোবাইল ফোন পাওয়ার জন্য শামিমকে অপহরণ করেছে। পরে ওই মামলার পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ আইজারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয় ও একটি হত্যা মামলায় তাকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দেয়।
এ অবস্থায় অভিযুক্ত আইজার প্রায় চার মাস কারাভোগ করে হাইকোর্ট থেকে জামিনে বের হন। মামলা চলার দীর্ঘ সাত বছরে আইজার বিভিন্ন সময় আদালতে হাজিরা দিতে থাকেন। সোমবার দুপুরে মানিকচক এলাকার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান মিন্টু করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেন। ওই অনুষ্ঠানে সাত বছর আগে খুন হওয়ার অভিযোগ ওঠা শামিমকে দেখতে পান অভিযুক্ত আইজারের বড় ভাই ভ্যানচালক আবদুল কুদ্দুস।
এরপর তিনি এলাকাবাসীর সহযোগিতায় ওই শামিমকে আটক করে রাখেন। শামিম কৌশলে তার সাইকেল রেখে সেখান থেকে পালিয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সহযোগিতা নেন ও সাইকেল উদ্ধারের জন্য তাদের নিয়ে মানিকচকে যান। পরে স্থানীয়রা বিষয়টি খোলাসা করলে পুলিশ শামিমকে আটক করে ফুলবাড়ি ফাঁড়িতে নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।