বিনোদন ডেস্ক : শ্যুটিং-এর আগে কিংবা কোনও অনুষ্ঠানে যেতে হলে মেকআপ করাটা বড় ঝক্কি নায়িকাদের জন্য। তাঁদের পছন্দ হোক কিংবা না হোক, রেডি হতে গেলে ঘন্টার পর ঘন্টা ধরে মেক-আপ হেয়ারস্টাইস নিয়ে মাথা ঘামাতে হয়। কিন্তু জানেন কি মাত্র ৭ মিনিটেই মেকআপ সেরে চমকে দিলেন কোয়েল। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের মেকআপ করবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে শুরুতে দেখা যাচ্ছে এক্কেবারে নো-মেকআপ লুকে কবীরের মাম্মা। রেডি নেই তাঁর হেয়ারও। এরপর চট জলদি একদম গ্ল্যামার কুইন অবতারে হাজির কোয়েল।
এই ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘যদিও এটি টাইম ল্যাপস ভিডিয়ো, কিন্তু আমার তৈরি হতে প্রকৃত সময় লেগেছে ৭ মিনিট… তবে হ্যাঁ, আমি নিজে রেডি হলেই এতো কম সময় লাগে’। মুখের বেস মেকআপ থেকে চোখ, ঠোঁট কিছুই বাদ যায়নি… এমনকি স্ট্রেটনার দিয়ে চুলও সেট করতে দেখা গেল কোয়েলকে।
অনুরাগীরা তো রীতিমতো হয়রান চল্লিশ ছুঁইছুঁই এই টলি ডিভার গ্ল্যামারাস অবতার দেখে। কেউ লিখেছেন, ‘ছোট থেকে তোমাকে এইরকমই দেখে আসছি’। অপর একজন লিখেছেন, ‘এটাকে বলে গ্ল্যামার আর এলিগেন্সের মিশেল’। ফ্যাশনবোদ্ধারা রবারবই পছন্দ করেন কোয়েলের স্টাইল স্টেটমেন্ট। এমনি এমনি কী আর তিনি টলি-কুইনের তকমা পেয়েছেন! সংসার,সন্তান আর কেরিয়ার সবটা ব্যালেন্স করে চলছেন রঞ্জিত মল্লিক কন্যা। বক্স অফিসে কোয়েলের শেষ রিলিজ ছিল ‘বনি’। মা হওয়ার আগেই এই ছবির শ্যুটিং সেরেছিলেন কোয়েল।
উল্লেখ্য, টালিউডের শক্তিমান তারকা রঞ্জিত মল্লিকের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবার মতোই চলচ্চিত্র অঙ্গনে সুনাম কুড়িয়েছেন তিনি। ব্যক্তিজীবনে স্বামী-সন্তান নিয়ে বর্তমানে সুখে সংসার করছেন কোয়েল। একদিকে তিনি মা অন্যদিকে অভিনেত্রী তিনি। দুটো দায়িত্বই দারুণভাবে পালন করছেন কোয়েল মল্লিক। ২০২০ সালের মে মাসে পুত্র সন্তানের জননী হয়েছেন কোয়েল, ছেলে কবীরের বয়স প্রায় দেড় বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।