স্পোর্টস ডেস্ক: আবারও চিরচেনা রূপে ফিরেছে মিরপুর। দীর্ঘদিন পর আজ অনুশীলনে অনেক ব্যস্ত সময় পার করেছেন সাকিব। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১ ওভারে ২২ রান নিতে হবে সাকিব আল হাসানকে। এমন এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেল অলরাউন্ডার সাইফউদ্দিন। চ্যালেঞ্জটি আজ (১৬ নভেম্বর) মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু সাকিব আরেকটু সময় চাওয়ায় বাড়ছে অপেক্ষা। তবে নেট অনুশীলনে ভিন্ন আরেকটি চ্যালেঞ্জে অবশ্য জিতেছে সাইফউদ্দিন।
নিষেধাজ্ঞা শেষে গতকাল (১৫ নভেম্বর) থেকে ব্যাটে-বলের অনুশীলন শুরু করেন সাকিব আল হাসান। আজ চ্যালেঞ্জের দিনেও ব্যাটিং অনুশীলন করেছেন লম্বা সময়। তবে অনুষ্ঠিত হয়নি সাইফউদ্দিনের সাথে চ্যালেঞ্জটি।
চ্যালেঞ্জের বিষয়টি গতকাল নিজের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানান সাইফউদ্দিন নিজেই। ফলে সকাল থেকেই গণমাধ্যমের বাড়তি একটা আগ্রহের জায়গা তৈরি হয় মিরপুর ঘিরে। তবে সাকিব, সাইফউদ্দিন সহ মিরপুরে আসা অন্যান্য ক্রিকেটাররা সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত ছিল। ছিলনা কেবল সাকিব-সাইফউদ্দিনের চ্যালেঞ্জের আভাস।
বেলা গড়াতেই মিরপুর ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। সেখানে বেশ কয়েকবারই সাকিবকে পরাস্ত করা অলরাউন্ডার সাইফউদ্দিনকে উদযাপন করতে দেখা যায়।
একদিকে চ্যালেঞ্জের আভাস নেই অন্যদিকে দূর থেকে সাইফউদ্দিনের উদযাপন দেখে বোঝার উপায় ছিলনা কি কারণে বাড়তি উচ্ছ্বাস? অনুশীলন শেষে অবশ্য জানা যায় মূল কারণ, ১ ওভারে ২২ রানের চ্যালেঞ্জটি অনুষ্ঠিত না হলেও নেটে ৪ বলে ৭ রানের চ্যালেঞ্জে হেরেছেন সাকিব।
এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘আজকে আমরা ম্যাচটা (১ ওভারে ২২ রান) খেলিনি। সাকিব ভাই আরও কয়েকদিন সময় চেয়েছেন নিজেকে প্রস্তুত করার জন্য। তবে অনুশীলনের মাঝে সালাউদ্দিন (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) ভাইকে আম্পায়ার রেখেই উনাকে ৪ বলে ৭ রানের একটা টার্গেট দিয়েছিলাম। ম্যাচটা আমি জিতেছি। এই জন্যই উদযাপন করছিলাম। সাকিব ভাই মাত্র ২ নিয়েছেন। সামনে এক সময় ম্যাচটা খেলব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


