জুমবাংলা ডেস্ক : নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেছেন, ৭ই মার্চের ভাষন পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। স্বাধীনতার ৫০ বছরে পেরিয়ে গেলো। এ রকম ভাষন সারা পৃথিবীতে আর কেউ দিতে পারেনি। ৭ই মার্চের ভাষন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যে মানুষটির ডাকে একটি দেশ স্বাধীন হলো অথচ সেই মহা মানবকে স্ব পরিবারে হত্যা করা হলো। এরকম ইতিহাস পৃথিবীর কোন দেশে নাই। নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করে দেশটাকে কোথায় নিয়ে গেলো। আজকে ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছে। বুধবার (৩ মার্চ) সকল শিশুর দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে, মোবাইলে উপ বৃত্তির টাকা পাচ্ছে, বিদ্যালয়ে ফ্রি লেখাপড়া করছে। সকল বিদ্যালয় দ্বিতল ভবন হচ্ছে। দেশে অনেক পরিবর্তন হয়েছে।
বুধবার দুপুরে ১শত ৬কোটি টাকা ব্যায়ে ২৮.৮ কিলোমিটার দীর্ঘ ১২ফিট থেকে ১৮ফিটে উন্নিত করন ডোমার-চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়ক (জেড-৫৭০৬) উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মেট্রোরেলসহ বিভিন্ন মেঘা প্রকল্পের কাজ চলছে।দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হচ্ছে।
বামুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। এতে বক্তব্য রাখেন, ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান, বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ডোমার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক করিমুল ইসলাম, বামুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল প্রমূখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্ত রায়, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তী ও বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান। সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন, অয়ষ্টার কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।