Advertisement
জুমবাংলা ডেস্ক : বরিশাল নগরীর পলাশপুর ব্রিজ এলাকা অভিযান চালিয়ে ৭০ মন জাটকা বোঝাই ৮টি অটোরিকশাসহ ৯জনকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
আজ বুধবার সকাল সাড়ে ৬টায় ওই জাটকাসহ আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নগরীর উপকণ্ঠ তালতলী থেকে শিকার নিষিদ্ধ বিপুল পরিমাণ জাটকা নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নগরীর পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকাল সাড়ে ৬টার দিকে সন্দেহভাজন ৮টি অটোরিকশা তল্লাশি করে ৭০ মন জাটকা উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।