আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন সংক্রমণ রোধ করতে ৭০ হাজার বন্দিকে জেল থেকে মুক্তি দিয়েছে ইরান। আজ সোমবার দেশটির বিচার বিভাগের প্রধান ইব্রাহীম রাইসি এ তথ্য নিশ্চিত করেছেন। আল-জাজিরা।
তিনি বলেন, জেলখানায় বন্দিরা খুব জরাজীর্ণ অবস্থায় আছে। সেখানে ভাইরাস হানা দিলে অবস্থা আরো ভয়াবহ রূপ নিবে। তাই ফৌজদারি মামলায় যেসব কয়েদি জেলে ছিল তাদের থেকে ৭০ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এতে করে জেলে মানুষের চাপ কমবে। সেখানে ভাইরাস ছড়িয়ে পড়লেও মোকাবেলা করা সম্ভব হবে।
এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় ভাইরাসের কারণে মারা গেছে ৪৯ জন। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৯৪ জন। অন্যদিকে,
ইতালিতে ভাইরাসটি যেন থামার নাম নিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১৩৩ জন। সবমিলিয়ে সেখানে মৃতের সংখ্যা ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ তথ্যমতে, চীন, দক্ষিণ কোরিয়াসহ উত্তর-পূর্ব এশিয়াতে নতুন আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমছে। গতকাল রোববার চীনে ৪০ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা গত ৪৪ দিনের হিসেবে সর্বনিম্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।