জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় ঢাকার মিরপুরস্থ ভাষানটেক এলাকা ও বেনারসী পল্লী বস্তির ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ।
সেনা সদস্যরা ভাষানটেক ও মিরপুর বেনারশী পল্লী এলাকায় পৌঁছে এসব স্থানে বসবাসরত পরিবারের সদস্যদের ঘরে থাকতে অনুরোধ জানান।
পরবর্তীতে ত্রাণ সামগ্রীসমূহ অসহায় ও দুস্থদের পরিবারের মাঝে সেনা সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দেন ।
মিরপুরের ভাষানটেক এলাকায় চারটি বস্তিতে প্রায় পাঁচ থেকে সাত হাজার গরীব পরিবার বসবাস করে । এসব পরিবারের মাঝে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের পর্যাক্রমে ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে আরো একটি বস্তিতে ত্রাণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত রবিবার (০৩-০৫-২০২০) তারিখে ভাষানটেকের একটি বস্তিতে প্রথমবার ত্রাণ বিতরণ করা হয়। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



