জুমবাংলা ডেস্ক : কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই অর্থবছরে ৭০৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
মঙ্গলবার (৩ জুন) সকালে জেলায় চলমান প্রকল্পের অগ্রগতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সৈকতের শাহীন বিচ, কবিতা চত্বর ও লাবণী পয়েন্টে আপদকালীন প্রকল্প পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী।
তিনি আরও বলেন, কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক পরিকল্পনা রয়েছে। এই জেলাকে ঘিরে ৮ হাজার ৮৫৯ কোটি টাকার আরও ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে, যা দ্রুত পাস হবে। কক্সবাজারের কোনো প্রকল্প একনেক থেকে ফেরত আসে না।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।