স্পোর্টস ডেস্ক: কোয়ারেন্টিন শেষে আবারও অনুশীলনে ফিরেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিজ শহর মাদেইরা থেকে ইতালিতে ফিরে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়ে ছিল সিআরসেভেনকে। তার মেয়াদ শেষ হয়েছে গতকাল।
মঙ্গলবার (১৯ মে) প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্যালসিওমার্কেতো।
গত ৪ মে সপরিবারে ব্যক্তিগত বিমানে মাদেইরা থেকে তুরিনে পৌঁছেছিলেন রোনালদো। তখন থেকেই ছিলেন গৃহবন্দী। যদিও এর মধ্যে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে নিয়ে ব্যক্তিগতভাবে নিয়মিত অনুশীলন করেছেন।
কিন্তু সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারছিলেন না। অবশেষে তাদের সঙ্গে দেখা করতে পেরেছেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। ফলে ৭২ দিন পর আবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায় তাকে।
এদিন অনুশীলনের আগে অবশ্য যে মেডিক্যাল সেন্টারে পরীক্ষা করাতে হয়েছে রোনালদোকে। এরপর কনতিনাসাতে যোগ দেন সতীর্থদের সঙ্গে। তার সতীর্থরা অবশ্য গতকাল থেকেই ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন শুরু করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।