বিনোদন ডেস্ক : নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রকাশ করলে তা কোনো না কোনো ভাবে ভালোবাসা রূপেই ফিরে আসে। সম্প্রতি `ভালোবাসার ৫০ বছর’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে সিটি গ্রুপ এক বিজ্ঞাপনচিত্রে এমই কিছু দৃশ্য তুলে ধরেছে ভিন্ন আঙ্গিকে। ৭৫ সেকেন্ডের এ বিজ্ঞাপনচিত্রটি অভিনব; কারণ এর শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো দৃশ্য কাট করা হয়নি।
বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা বিফিল্মস’র আশফাক উজ্জামান বিপুল।
বিপুল বলেন, ‘এ ধরনের কাজ বাংলাদেশে এবারই প্রথম হলো। টেকনিক্যাল দিক থেকে কাজটি খুব কঠিন ছিল। তবে শ্যুট শুরু হবার আগেই পর্যাপ্ত অনুশীলন, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের অসাধারণ ধৈর্য এবং কঠোর পরিশ্রমের কারণেই এর সফল নির্মাণ সম্ভব হয়েছে। এই ব্যতিক্রমী কাজে আমার ওপর আস্থা রাখার জন্য বিজ্ঞাপন সংস্থা অ্যাডকম লিমিটেড-কে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ভিন্নধর্মী বিজ্ঞাপন নির্মাণ কাজে সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই সিটি গ্রুপকে। বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেলটি ইতোমধ্যেই অর্জন করেছে দারুণ জনপ্রিয়তা। ছোট থেকে বড়ো এখন অনেকেই গুনগুন করছে জিঙ্গেলের সুর। ’
সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলুর রহমানের হাত ধরে যে যাত্রা শুরু ৫০ বছর আগে, তা এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি কর্মী। বিজ্ঞাপন প্রসঙ্গে সিটি গ্রুপের ডিরেক্টর মো. হাসান বলেন, দেশের মানুষের সাথে সফলতার সাথে ৫০ বছর ধরে এগিয়ে চলা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। তাই এবার ক্যাম্পেইনের সর্বত্র ছিল আমাদের বাড়তি প্রচেষ্টা। সে প্রচেষ্টারই একটি অংশ সিঙ্গেল শটের এই বিজ্ঞাপন।
সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস জনাব উদ্দিন সিদ্দিকি বলেন, ‘ভিন্নধর্মী এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি প্রতিষ্ঠান হিসেবে সিটি গ্রুপ কোন বিশ্বাসে এগিয়ে চলছে শুধু তা তুলে ধরতে। ’
সিটি গ্রুপ কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে সিটি গ্রুপ এর কোনো না কোনো পণ্যের উপস্থিতি মিলে- যা এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের নিখাদ আস্থা ও ভালোবাসার প্রতীক। সিটি গ্রুপের ৫০ বছর পূর্তির ক্যাম্পেইনেও ভালোবাসার এই যাত্রার গল্প তুলে ধরা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।