Advertisement
‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত জনপ্রিয় মুখ কিকু শারদার। যিনি না থাকলে প্রায় চমক হারিয়ে ফেলে ‘দ্য কপিল শর্মা শো’।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছেন কিকু শারদা। সেখানে তিনি জানান, বালির একটি হোটেলে এক কাপ চা এবং কফি খেয়েছিলেন। এক কাপ চা এবং এক কাপ কফির জন্য তাকে ৭৮,৬৫০ টাকা বিল দিতে হয়েছে।
কিকু সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে জানান, এক কাপ চা এবং কফির দাম বাবদ তাকে ৭৮,৬৫০ টাকা দিতে হয়েছে।
চা, কফির দাম জানানোর পর বিষয়টি খোলসা করেন কিকু নিজেই। তিনি জানান, বালিতে ৭৮,৬৫০ ভারতীয় মুদ্রায় ৪০০। অর্থাৎ এক কাপ চা এবং এক কাপ কফির জন্য বালির হোটেলে বসে কিকুকে ৪০০ টাকা গুনতে হয়েছে বলে জানান তিনি। ফলে বিষয়টি নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। উলটে মজা করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে তুলে ধরেন কিকু শারদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।