আন্তর্জাতিক ডেস্ক: ৮ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যা করেছে ভারতের কর্ণাটকের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কর্ণাটকের হাভেরিতে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিয়ের জন্য পছন্দের পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মঞ্জুনাথ নাগানুর নামের ওই ব্যক্তি।
জানা যায়, কর্ণাটকের এক কৃষক পরিবারের সদস্য নাগানুরের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল ৮ বছর ধরে। আশপাশের এলাকার মানুষও বিয়ে নিয়ে নানান প্রশ্ন করতে থাকে। এদিকে পছন্দ মতো পাত্রী খুঁজে না পাওয়ায় নাগানুরের মধ্যে অবসাদের জন্ম হয়। অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন নাগানুর।
নাগানুরের লেখা একটি সুইসাইড নোট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানেই রাগ, দুঃখের কথা জানিয়েছেন নাগানুর। নাগানুর সেই চিঠিতে লিখেছেন, পাত্রী খুঁজে বের করতে না পারার জন্য, তার বাবা-মাও অবসন্ন হয়ে পড়েন। বাবা-মায়ের এই কষ্ট দেখতে পারছিলেন না নাগানুর। তাই অবসাদ ও কষ্টে নিজের প্রাণ কেড়ে নেন তিনি।
এই ঘটনায় কর্ণাটকের বাইদাগি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সমুদ্রের ধারে ভেসে এল রহস্যজনক সিন্দুক, খুলতে মিলল আজব গুপ্তধন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।