Advertisement
আন্তার্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গজনি প্রদেশের দে আক জেলায় বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। ওই প্রদেশের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি, রয়টার্স।
বিমানটিতে যান্ত্রীক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বোয়িং-৭৩৭-৪০০ মডেলের এ বিমানটি আফগানিস্তানের আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
বিমানটিতে ৮৩ জন আরোহী রয়েছেন বলে জানানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।