ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তার বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে গুরুত্বপূর্ণ নয় এরকম খাতে অনেক ব্যয় করেছে। তবে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই ব্যয় কমিয়ে আনতে আগ্রহী। ফলে সেখান থেকে অপ্রয়োজনীয় 49 হাজার কোটি টাকা কমাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার।

বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। এর আগে এটির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা । জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
Advertisement
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। এনইসি সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এক টাকাও খরচ করতে পারেনি ৮৯ প্রকল্প। অন্যদিকে, এক শতাংশও কাজ হয়নি ১২১ প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমছে ৫০ শতাংশ। বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।