লাইফস্টাইল ডেস্ক : অন্তঃসত্ত্বার সময় বিশ্রামে থাকতে হয়। এ সময় পরিশ্রম কিংবা বড় কোনও কাজ করা উচিত নয় বলে বারবার বলে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিন্তু অন্তঃসত্ত্বার সময় যদি কেউ ব্যায়াম করে তাহলে সেটা নিয়ে প্রশ্ন ও বিতর্ক উঠা স্বাভাবিক। সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়া অন্তঃসত্ত্বা এক নারীর ব্যায়ামের ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে দেখা যায়, সোশ্যালে অন্তঃসত্ত্বা এক নারীর ব্যায়ামের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। সেখানে দেখা যায়, এক নারী শরীরচর্চায় মগ্ন। অবাক করার বিষয় হচ্ছে, ওই নারী নয় মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় শারীরিক ব্যায়াম কখনো ভাবাও যায় না।
ল্যানড্রা এলিজাবেথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। প্রথমে মাতৃত্বকালীন উদরে হাত বোলান নারী। তারপর শীর্ষাসনের ভঙ্গিতে চলতে শুরু করেন। এরপর শীর্ষাসনের ভঙ্গিতে মাটিতে ঘুরপাকও খান। আবার সবশেষ কারো সহযোগিতা ছাড়াই উঠে দাঁড়ান তিনি। অথচ চোখে-মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। সাবলীলভাবেই শরীরচর্চা করেন ওই নারী।
View this post on Instagram
ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন, ওই নারী ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সন্তান প্রসবের সময় এগিয়ে এসেছে। এই অবস্থায় এত কঠিন শরীরচর্চা করা ঠিক হয়নি তার। আসন্ন শিশুর স্বাস্থ্য নিয়ে ছেলেখেলার কি কোনও প্রয়োজন রয়েছে বলেও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।