Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ৯০ হাজার মেট্রিক টন সার, ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে সরকার
কৃষি জাতীয়

৯০ হাজার মেট্রিক টন সার, ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় করবে সরকার

Mohammad Al AminSeptember 9, 2021Updated:September 9, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার মোট ৯০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মে. টন গম ক্রয়ের পৃথক প্রস্তাব আজ অনুমোদন দিয়েছে। খবর বাসসের।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৩০তম বৈঠকে গতকাল এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সভায় আজ মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-এর নতুন সদস্য হিসেবে বাংলাদেশের সাবস্ক্রিপশন ফি এবং ব্যাংকে দেশের সম্ভাব্য শেয়ার সম্পর্কে, সাংবাদিকরা জানতে চাইলে কামাল জানান, তিনি পরবর্তী বৈঠকে বিষয়টি জানাবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এই সপ্তাহের শুরুতে উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের (আইএসডিবি গ্রুপ) ২০২১ সালের বার্ষিক সভায় তার প্রতিনিধিত্ব করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিংয়ে যুক্ত হয়ে বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ১১৫.১৬ কোটি টাকার প্রায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ক্রয় করবে। এখানে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম হবে ৪৫০.৮৩ ইউএস ডলার।

তিনি বলেন, বিসিআইসি কাতারের মুনতাজাত থেকে ১১১.৭২ কোটি টাকার আরও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪৩৬.৮৩ ইউএস ডলার।

এছাড়া, বিসিআইসি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে প্রায় ১০৮.৯১ কোটি টাকা মূল্যের আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে। এখানে প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪২৫.৮৩ ইউএস ডলার।

সিসিজিপি’র বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ হাজার মেট্রিক টন গম (১২.৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ) কেনার জন্য একটি প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে তিনটি প্যাকেজের আওতায় সিঙ্গাপুরের এম/এস এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে প্রায় ১৭৯.৫১ কোটি টাকার এই গম কেনা হবে। যেখানে প্রতি মেট্রিক টন গমের দাম হবে ৪২১.৩৮ ইউএস ডলার।

আজকের বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়। এটি হলো সর্বনিম্ন রেসপন্সসিভ বিডার ঢাকার মনিকো লিমিটেড-এর মাধ্যমে ‘রামগড় স্থলবন্দরের উন্নয়ন’-এর গণপূর্তের কাজ এবং প্রায় ১২৩.৯২ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ আঞ্চলিক সংযোগ প্রকল্প-১ এর অধীন শেওলা, ভোমরা, রামগড় স্থলবন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সর্বাধুনিককরণ’ কাজে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুসারে ৪১.৩০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য কোরিয়ার উজু এবং সানজিন-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে সিসিজিপি-এর বৈঠকে সর্বনিম্ন রেসপন্সসিভ দরদাতাকে ৭৩.৮৩ কোটি টাকা ব্যয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের পাঠ্যপুস্তকের ৩৩ লাখ ২১ হাজার ১৯০ কপি ছাপানো, বাঁধাই এবং সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শামসুল বলেন, বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ১৩ হাজার ৪০ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয় করবে।

এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রস্তাব অনুযায়ী আজকের সিসিজিপি’র সভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা নির্মাণের অংশ হিসেবে ২৩৯.৫৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪৯৮.৪৫ একর ভূমি উন্নয়নের জন্য দরদাতা হিসাবে ঢাকার মেসার্স নুরুজ্জামান খানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
আইজিপি

নির্বাচনে আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন : আইজিপি

December 23, 2025
বর্জ্য পোড়ানোর ছবি

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

December 23, 2025
দীপু চন্দ্র দাশ

দীপু হত্যার মতো আরও অনেক ঘটনার শঙ্কা সিইসির

December 23, 2025
Latest News
আইজিপি

নির্বাচনে আমাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন : আইজিপি

বর্জ্য পোড়ানোর ছবি

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

দীপু চন্দ্র দাশ

দীপু হত্যার মতো আরও অনেক ঘটনার শঙ্কা সিইসির

IGP

নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে : আইজিপি

teacher

এমপিও শিক্ষক-কর্মচারীদের বিল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

হাসান সারওয়ার্দী

এলডিপি থেকে পদত্যাগ করলেন হাসান সারওয়ার্দী

পোশাক কারখানা

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ দুই শতাধিক শ্রমিক

এনসিপি নেতাকে গুলি

এনসিপি নেতাকে গুলি, আটক সেই নারীর পরিচয় জানা গেছে

মোবাইল ফোনের সিমকার্ড

সিমের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

Biman

২৫ ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ বিমানের

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.