Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ৯৬ কারখানা বন্ধ : ঠিকমতো খাবারও পাচ্ছে না ৬১ হাজার শ্রমিকের পরিবারে
    অর্থনীতি-ব্যবসা স্লাইডার

    ৯৬ কারখানা বন্ধ : ঠিকমতো খাবারও পাচ্ছে না ৬১ হাজার শ্রমিকের পরিবারে

    Soumo SakibFebruary 3, 20254 Mins Read
    Advertisement

    ৯৬ কারখানা বন্ধজুমবাংলা ডেস্ক : পঞ্চগড় সদরের শারমিন আক্তার (২৭) কাজ করতেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায়, নায়াগ্রা টেক্সটাইলের প্রিন্টিং সেকশনে। অর্ডার সংকটের কারণে গত ১৪ নভেম্বর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় রপ্তানিমুখী কারখানাটি। বেকার হন শারমিনসহ চার হাজার শ্রমিক-কর্মচারী। তাদের সাথে সরেজমিনে কথা বলেছে কালের কণ্ঠ। প্রতিবেদনটি ‍তুলে ধরা হলো-

    চন্দ্রা এলাকায় ছাপরা ঘরের একটি কক্ষে ভাড়া থাকেন শারমিন আক্তার। ভাড়া বাসায় গেলে তিনি বলেন, ‘স্বামী একটি হোটেলে ধোয়ামোছার কাজ করেন। বেতন খুব সামান্য। মূলত আমার বেতনে চলত সংসার। চাকরি না থাকায় দোকানে বাকি, বিদ্যুৎ বিল দিতে পারছি না।

    কয়েক মাসের ঘরভাড়া বাকি পড়েছে। অনেক স্থানে চাকরি খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। টাকার অভাবে একমাত্র মেয়ে মারিয়াকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিভাবে কী করব ভেবে কূলকিনারা পাচ্ছি না।’

    বন্ধ নায়াগ্রা কারখানায় গিয়ে দেখা গেছে গেট বন্ধ। ভেতরে দুজন নিরাপত্তারক্ষী পাহারারত। একসময় যে কারখানা ছিল শ্রমিক-কর্মচারীদের কর্মচঞ্চল্যে মুখর, সেখানে এখন সুনশান নীরবতা। মেশিনপত্রে যতটা না ধুলির স্তর জমেছে, তার চেয়ে বড় কষ্টের স্তর জমেছে শ্রমিকদের জীবনে—জানান চাকরি হারানো কয়েকজন।

    ঢাকার সাভারের আশুলিয়ার বুড়িরবাজার এলাকার বার্ডস গ্রুপ লিমিটেডে কাজ করতেন চার হাজার ২৭৪ জন শ্রমিক-কর্মচারী।

    বিজিএমইএভুক্ত রপ্তানিমুখী কারখানাটি গত ২৯ আগস্ট বন্ধ হয়ে যায়, বেকার হন শ্রমিক-কর্মচারীরা।
    ওই কারখানার নিটিং বিভাগের শ্রমিক সাহেদা বেগমের ভাড়া বাসায় গেলে তিনি জানান, স্বামী দুর্ঘটনায় পঙ্গু হয়ে শয্যাশায়ী। তিন সন্তানের সবাই লেখাপড়া করে। গ্রামে থাকা বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকেও টাকা পাঠাতে হয়। সব কিছুই হতো তাঁর বেতনের টাকায়। বেকার হওয়ায় বন্ধ হয়ে গেছে ছেলেমেয়ের লেখাপড়া, স্বামীর চিকিৎসা। তিনবেলা খাবার জোগাড় করাই এখন কঠিন হয়ে পড়েছে।

    শুধু এই দুই কারখানা নয়, হাসিনা সরকারের পতনের পর গত বছর আগস্ট থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া শিল্প এলাকায় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ছোট-বড় ৯৬টি কারখানা। তার মধ্যে গাজীপুরে বেক্সিমকোর ১৩টিসহ ৫৬টি এবং সাভার-আশুলিয়ায় ৪০টি। এসব কারখানার ৬১ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী এখন বেকার।

    কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বন্ধ কারখানাগুলোর মধ্যে বেক্সিমকোর ১৩টিসহ ২০টি বিজিএমইএভুক্ত। বাকিগুলোর বেশির ভাগই সাব-কন্ট্রাক্টে কাজ পাওয়া ছোট কারখানা। বন্ধ কারখানাগুলোর মধ্যে ৩৩টি কাজ না থাকায়, ২১টি আর্থিক সংকট, একটি গ্যাসসংকট এবং অন্যটি স্থানান্তরের কারণে বন্ধ হয়। বেক্সিমকোর কারখানায়গুলোতে ২৮ হাজার ৫১৩ জন শ্রমিক-কর্মচারী কাজ করতেন। এ ছাড়া বন্ধ অন্য কারখানাগুলোতে কাজ করতেন ১৯ হাজার ৭১২ জন শ্রমিক-কর্মচারী। সব মিলিয়ে শুধু গাজীপুরেই বেকার হয়েছেন ৪৮ হাজার ২২৫ জন শ্রমিক।

    কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোতালেব মিয়া জানান, গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত গাজীপুরে ৫৬টি কারখানা বন্ধ হয়েছে। তার মধ্যে বেক্সিমকো গ্রুপেরই ১৩টি। কেয়া গ্রুপের চারটি কারখানা লে-অফ ঘোষণা করা হলেও সেগুলো পুনরায় চালু হয়েছে। গাজীপুর মহানগরীর কাশিমপুরের আইরিশ নিট ও আইরিশ ফেব্রিক্স বেআইনিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ওই প্রতিষ্ঠান দুটিও চালু হয়েছে। এই দুই কারখানায় পাঁচ-ছয় হাজার শ্রমিক কাজ করেন।

    তিনি আরো জানান, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কারখানা বন্ধের সঠিক কারণ নির্ণয় এবং কারখানা চালু করতে করণীয় ইত্যাদি বিষয়ে কাজ করছে।

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মালিকানা পরিবর্তন, ব্যাংক ঋণ রিশিডিউল না করা, কাজ না থাকা ইত্যাদি কারণে কারখানা বন্ধ হচ্ছে। তবে আর্থিক সংকটের কারণেই বন্ধ হচ্ছে বেশির ভাগ কারখানা। বন্ধের তালিকায় মাহমুদ জিন্সেস, ডার্ড কম্পোজিট, পলিকন লিমিটেড, টেক্সটিল ফ্যাশন, স্ট্যান্ডার্ড সিরামিক, ক্লাসিক ফ্যাশন, লা-মুনি অ্যাপারেলস, মিককিফ অ্যাপারেলসের মতো বড় প্রতিষ্ঠান রয়েছে। কারখানা বন্ধ থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, বাড়িভাড়া সব ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়েছে।

    সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, কাজের সন্ধানে শ্রমিকরা কারখানায় কারখানায় ঘুরছেন। কিন্তু কোথাও চাকরি মিলছে না। খেয়ে না-খেয়ে দিন পার করছেন তাঁরা। আশুলিয়ার ধনাইদ এলাকার জেনারেল নেক্সেট ফ্যাশনের চাকরি হারানো শ্রমিক আনোয়ার হোসেন বলেন, কাটিং বিভাগে কাজ করতেন। মা-বাবা ও স্ত্রী-সন্তান নিয়ে খারাপ ছিলেন না। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তিনিসহ সাড়ে চার হাজারের বেশি শ্রমিক-কর্মচারী বেকার হয়েছেন। চাকরির খোঁজে প্রতিদিন চার-পাঁচটি কারখানায় যাচ্ছেন। কোথাও সাড়া পাচ্ছেন না। ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

    আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে আরএমজি, নন-আরএমজি মিলিয়ে এক হাজার ৮৬৩টি শিল্প-কারখানা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তৈরি পোশাক শিল্পে মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন, অর্থ সংকট ও কাজ না থাকায় গত ২৮ জানুয়ারি পর্যন্ত ৪০টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানার মধ্যে ছয়টি বিজিএমইএভুক্ত, তিনটি বিকেএমইএ, চারটি বেপজা এবং অন্যগুলো সাব-কন্ট্রাক্টে পরিচালিত কারখানা। কারখানা বন্ধের কারণে এ অঞ্চলে বেকার হয়েছেন ১২ হাজার ৮৬১ জন শ্রমিক-কর্মচারী। বন্ধ কারখানাগুলোর মধ্যে বার্ডস গ্রুপ লিমিটেড, ভেনিসা বাংলাদেশ লিমিটেড, ক্যাপেলা নিট, জেনারেল নেক্সট ফ্যাশন ও সাফওয়ান অ্যাপারেলসের মতো নামি প্রতিষ্ঠানও রয়েছে।

    বগুড়ায় মেলায় গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ বন্ধু

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ৬১ ৯৬ অর্থনীতি-ব্যবসা কারখানা খাবারও ঠিকমতো না পরিবারে, পাচ্ছে বন্ধ শ্রমিকের স্লাইডার হাজার
    Related Posts
    দ্রুত বেড়েছে ই-রিটার্ন দাখিল

    দ্রুত বেড়েছে ই-রিটার্ন দাখিল, ১০ দিনে প্রায় ১ লাখ করদাতা

    August 14, 2025
    চট্টগ্রামে তেজস্ক্রিয় সন্দেহে

    চট্টগ্রামে তেজস্ক্রিয় সন্দেহে কনটেইনার অপসারণে সমন্বয়হীনতা

    August 14, 2025

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    August 13, 2025
    সর্বশেষ খবর
    14-inch M4 MacBook Pro

    Apple’s 14-Inch M4 MacBook Pro Drops to $1,299 With $300 Discount

    Vivo Vision

    Vivo XR Headset Launch Poses Little Threat to Samsung Dominance

    Ram 1500 EcoDiesel Settlement

    Ram 1500 Diesel Owners Awarded $3,000 in Fire Settlement

    winning powerball numbers

    $30 Million Jackpot Up for Grabs After Powerball Draw 1526 Delivers No Division 1 Winner

    পাকা চুল কালো

    মেহেদির সঙ্গে যা মেশালে পাকা চুল কালো হয়

    Motorola Moto G200 5G

    Motorola Moto G200 5G: Price in Bangladesh & India with Full Specifications

    Dance

    সবুজ প্রকৃতিতে লতা মঙ্গেশকরের গানে যুবতীর মনোমুগ্ধকর নাচ

    Bonna

    ৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

    সালাহউদ্দিন

    চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন

    Girls

    মেয়েদের বয়স ত্রিশ হলে গোপনে যা করেন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.