জুমবাংলা ডেস্ক : বগুড়ায় অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের দক্ষিণ পাশে গোহাইল রোডের ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি শনিবার রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন সদর থানার এস আই আব্দুল মালেক।
পুলিশ জানায়, ৯৯৯ এর কলের মাধ্যমে জানা যায় শহরের গোহাইল রোডে এক নবজাতক পড়ে আছে। তখন তাদের একটি টিম সেখানে পৌঁছায়। এরপর ওই নবজাতককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত জামিল শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তবে নবজাতকের দু’পায়ে জন্ম থেকেই ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
বগুড়া সদর থানার এস আই মনোয়ার ইসলাম সবুজ জানান, নবজাতকের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।