আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে অগ্নিকাণ্ডে ছয় করোনা রোগীর প্রাণহানির পর দেশটি অ্যাভেন্টা-এম মডেলের ভেন্টিলেটর ব্যবহার স্থগিত করেছে।
বুধবার (১৩ মে) দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের এক বিবৃতিতে অ্যাভেন্টা-এম মডেলের ভেন্টিলেটর ব্যবহার স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার হাসপাতালে আঘুন লেগে পুড়ে মারা গেলেন পাঁচ জন বিপন্ন রোগী! সকলেই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তাঁদের মধ্যে চারজন ছিলেন করোনা আক্রান্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শহরের সেন্ট জর্জ হাসপাতালে মঙ্গলবারের এই ঘটনায় সন্দেহের আঙুল উঠেছে ভেন্টিলেটরের যান্ত্রিক ত্রুটির দিকে। কারণ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকেই ঘটেছে অগ্নিকাণ্ড।
সূত্রের খবর, ভেন্টিলেটরে আচমকা আগুন লেগে যা, কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। তবু কর্মীদের তৎপরতায় হাসপাতালের ১৫০ জন রোগীকে বের করে আনাও সম্ভব হয়৷ কিন্তু আইসোলেশন ওয়ার্ডে ঘটে যায় বড় বিপদ। দগ্ধে শেষ হয়ে যান পাঁচ-পাঁচ জন রোগী।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারও মস্কোর একটি হাসপাতালে ঠিক এমনই দুর্ঘটনা ঘটেছিল ভেন্টিলেটরে আগুন লেগে। এক রোগী মারা যান সেখানেও। শুধু তাই নয়, তদন্তকারীরা জানিয়েছেন, দু’টি ঘটনাতেই যে ভেন্টিলেটর থেকে এই অগ্নিকাণ্ড ঘটে, তা একই সংস্থার দ্বারা নির্মিত।
সেন্ট পিটার্সবার্গের জরুরি ব্যবস্থাপনা বিভাগের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেটরগুলোর কার্যক্ষমতার সীমাবদ্ধতা আছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একটি ভেন্টিলেটর ওভারলোড হয়ে পড়েছিল এবং তাতে আগুন ধরে গিয়েছিল। আর এটাই হাসপাতালে আগুন লাগার কারণ বলে মনে করা হচ্ছে।
কিন্তু খটকা রয়ে গেছে ভেন্টিলেটরগুলির মান নিয়েও। সেই কারণেই মস্কোর তরফে সতর্ক করা হয়েছে আমেরিকাকেও। কারণ ওই একই ভেন্টিলেটর, ‘অ্যাভেন্টা এম’ মডেলের প্রোডাক্ট আমেরিকাতেও পাঠানো হয়েছে রাশিয়ার তরফে। মস্কোর প্রশাসন ইতোমধ্যেই আমেরিকাকে সতর্ক করেছে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে। ভেন্টিলেটরগুলির ব্যবহার নিয়েও সতর্ক করেছে তারা।
যদিও তথ্য বলছে, ভেন্টিলেটরের এই মডেলটি মোটেও নতুন নয়। ২০১২ সালে এই মডেলের ভেন্টিলেটর প্রথম তৈরি করে উরাল ইনস্ট্রুমেন্ট এঞ্জিনিয়ারিং প্ল্যান্ট। তখন থেকেই ব্যবহার হয় এই ভেন্টিলেটর। সব রকম নিরাপত্তা পরীক্ষায় পাশ করে এটি। তার পরেও কী করে হঠাৎ এমনটা ঘটে গেল, ভেবে পাচ্ছে না কেউ।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার। আক্রান্তের নিরিখে আমেরিকা ও স্পেনের পরেই তৃতীয় স্থানে রয়েছে এই দেশ। মৃত্যু হয়েছে ২১০০’র বেশি সংখ্যক মানুষের। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে হাসপাতালের ভেন্টিলেটরে আগুন লেগে যাওয়ার ঘটনা। মার্চ মাস থেকে সেন্ট জর্জ হাসপাতালে শুরু হয়েছিল করোনা চিকিৎসা। বহু করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা খারাপতম হয়, ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাঁদের। কে জানত, জীবন বাঁচানোর সেই যন্ত্র থেকেই ঘটে যাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।