জুমবাংলা ডেস্ক : লতা আর পাতা দুই বোন। খুব অল্প বয়সে তাদের বাবা মারা যান। তার কিছুদিন পর তাদের মা দ্বিতীয় বিয়ে করে অন্যের সংসারে চলে যান। সেই থেকে এতিম দুই বোনের লালন পালন ও দেখভাল করে আসছেন তাদের দাদা সোলায়মান ফকির। লতা আর পাতা উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া মুকন্দ গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।
সোমবার (৫ জুলাই) লতাকে বিয়ে করেন একই গ্রামের অটোচালক শরীফুল ইসলাম। এ বিয়েকে ‘মানবিক বিয়ে’ উল্লেখ করেন এলাকাবাসী।
লতা ও পাতার দাদা সোলায়মান ফকির বলেন, তাদের দুই বোনকে বহু কষ্টে বড় করেছেন তিনি। কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছিলেন না। সোমবার সন্ধায় লতাকে একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে অটোচালক শরীফুল ইসলাম বিয়ে করেন।
লতা, পাতা দুজনকেই দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন মাগুড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সাকাওয়াত হোসেনের ছেলে ও দলিল লেখক ফেরদৌস হোসেন ওরফে বাচ্চু। তিনি বলেন, লতা ও পাতা সহায় সম্বলহীন দু’বোন। সরকারের দেওয়া একটি ঘরে তারা বসবাস করেন। মানবিক দিক থেকে তাদের বিয়েতে সহায়তা করেছেন মাত্র। দু’বছর আগে তিনি লতার বোন পাতারও বিয়ে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।