জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে সুলতানপুর-আখাউড়া সড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তবে আহত সবাই শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বরযাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে যাওয়ার পথে কোড্ডা রেলক্রসিং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকসাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৫ জন বরযাত্রী আহত হন। তবে বাসে বর ছিলেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।