জুমবাংলা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে শেখ আলী হোসেন (৩৭) নামের এক যুবকের কাছ থেকে একটি অত্যাধুনিক রকেট লঞ্চার উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. ইকরামুল আহাদ। এর আগে মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শেখ আলী হোসেন উপজেলার রনকেলী গোলোপাড় এলাকার শেখ সালেহ আহমদের ছেলে।
র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. ইকরামুল আহাদ গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার রাতে র্যাব-৯–এর একটি দল উপজেলার রনকেলী গোলোপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অত্যাধুনিক রকেট লঞ্চার অ্যামুনেশনসহ শেখ আলী হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যুবক অবৈধভাবে রকেট লঞ্চার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। পরে তাকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শেখ আলী হোসেনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র্যাব। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।