স্পোর্টস ডেস্ক : বয়স বাড়লেও ব্রাজিল দলের রক্ষণে তার প্রয়োজনীয়তা বা কার্যকারিতা যে এতটুকুন কমেনি সেই প্রমাণ বারবার দিয়ে যাচ্ছেন থিয়াগো সিলভা। বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ তিতে। তার ফল হাতেনাতে পেয়েছে সেলেসাওরা। রক্ষণে ফাঁক-ফোকর তৈরি হওয়ার পাশাপাশি ১-০ গোলে ম্যাচও হারতে হয় ব্রাজিলকে।
সোমবার (৫ ডিসেম্বর) শেষ ষোলোর ম্যাচে স্টেডিয়াম নাইন সেভেন ফোরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সিলভা। অধিনায়ক হিসেবে ছুঁয়ে ফেললেন কাফু এবং দুঙ্গাকে।
কাফু এবং দুঙ্গা বিশ্বকাপে ব্রাজিলকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। থিয়াগো সিলভা এখন পর্যন্ত ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলকে।
২০১৪ সালে সিলভা ব্রাজিলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন। এরপর ২০১৮ বিশ্বকাপে অবশ্য মার্সেলো দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার সেই মার্সেলো দলে না থাকায় নেতৃত্বের গুরুদায়িত্বটা আবারও থিয়াগো সিলভার ওপর আসে।
ব্রাজিল একাদশ
অ্যালিসন (গোলরক্ষক), মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, ক্যাসেমিরো, নেইমার, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ
কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।