জুমবাংলা ডেস্ক : ভারতের কেরালায় অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে অঞ্জু শ্রী পার্বতী নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৭ জানুয়ারি) রাজ্যটির কাসারগড় জেলায় হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়।
জানা গেছে, ৩১ ডিসেম্বর স্থানীয় একটি হোটেল থেকে অনলাইনে অর্ডার করে বিরিয়ানি এনে খেয়েছিলেন অঞ্জু। খাবার খেয়ে অসুস্থ বোধ করলে স্থানীয় এক হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখান থেকে বেসরকারি আরেকটি হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
গণমাধ্যমে মন্ত্রী জানান, খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে তদন্ত করে দেখতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুসারে অভিযুক্ত হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।