
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারের নিবন্ধন পেল পাঠকপ্রিয় জুমবাংলা.কম। আজ (২৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে পোর্টালটির সম্পাদক মো. মাহামুদুল হাসান (হাসান মেজর)-এর হাতে নিবন্ধন সনদ তুলে দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
সরকারি তিনটি গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই শেষে গত ৩০ জুলাই নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন নিউজ পোর্টালের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। এই তালিকায় পাঠকপ্রিয় জুমবাংলার নাম চলে আসে।
সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর পোর্টালগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে নিবন্ধন কর্তৃপক্ষ তথ্য অধিদফতর।
জুমবাংলার সম্পাদক হাসান মেজর এক প্রতিক্রিয়ায় নিবন্ধন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের ক্ষেত্রে সরকারী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা বন্ধ করতে পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা জরুরি ছিল। এই নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে অনলাইন মিডিয়া কমিউনিটিতে এতদিন যে বিশৃঙ্খলা চলছিল সেখানে একটা শৃংখলা চলে আসবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যম হিসেবে সারাবিশ্বে অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয়তা পাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।’
বাংলাদেশকে ইতিবাচকভাবে বিশ্বব্যাপী তুলে ধরতে ২০০৯ সালে যাত্রা শুরু করে জুমবাংলা.কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ইউসুফ চৌধুরী এটির প্রকাশক।
পথচলার এক দশকেরও বেশি সময় মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় অবিচল ছিল পোর্টালটি। তাই পাঠকপ্রিয়তার দিক থেকেও এগিয়ে গেছে অনেক দূর। এখন ফেসবুকে সাড়ে ৪৯ লাখেরও বেশি মানুষ অনুসরণ করে জুমবাংলাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


