
স্পোর্টস ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ সংস্করণ। ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেইজে এই খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
মূলত করোনা হানা দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে ফ্র্যাঞ্জাইজি লিগটির কর্তৃপক্ষকে। ইতোমধ্যে পিএসএলে আরও ৪ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর দু’দিন আগে কোভিড-১৯ পজিটিভ আসে ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদের। যার কারণে লিগের সূচিও পরিবর্তন করতে হয়। একদিন পিছিয়ে যায় ইসলামাবাদ বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি।
এরপর বুধবার (০৩ মার্চ) আরও ৩ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।
এক বিবৃতিতে পিএসএলের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনায় আক্রান্ত এই ৩ ক্রিকেটার বুধবার (০৩ মার্চ) অনুষ্ঠিত হওয়া দুই ম্যাচে (করাচি কিংস বনাম পেশওয়ার জালমি এবং কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতান) খেলেননি।
অবশ্য বিবৃতিতে করোনায় আক্রান্ত এই ৩ খেলোয়াড়ের নাম জানানো হয়নি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে, করোনা পজিটিভ এই তিনজনের মধ্যে ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টনও আছেন। তিনি খেলছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তবে ২২ ফেব্রুয়ারির পর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি।
করাচি কিংসও নিশ্চিত করেছে, তাদের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


