স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার প্রভাব সাড়া বিশ্বের ক্রীড়াঙ্গনেই পড়েছে। তারই ধারাবাহিকতায় যে ক্লাবগুলোর মালিক বা কোচ রাশিয়ান তাদের অবস্থানও বেশ বেগতিক। প্রিমিয়ার লিগের জায়ান্ট চেলসিও তাদের রুশ মালিক রোমান আব্রামোভিচকে নিয়ে বেশ অস্বস্তিতেই রয়েছে। ইতোমধ্যেই ক্লাবের মালিকানা ছেড়ে দেবার ঘোষনা দিয়েছেন আব্রামোভিচ। দীর্ঘদিনের বন্ধুকে হারানোর পরও ক্লাবের পারফরমেন্সে তার প্রভাব এখনো দৃশ্যমান নয়। ম্যানেচার থমাস টাচেলও তাই খেলোয়াড়দের নিয়ে গর্ব করতে ভুল করেননি। রাশিয়ান প্রেডিডেন্ট ভøাদিমিরি পুতিনের সাথে আব্রামোভিচের সুসম্পর্কের খবর সকলেরই জানা। যদিও আব্রমোভিচ এই সম্পর্কের গভীরতা অনেকটাই অস্বীকার করেছেন।
প্রিমিয়ার লিগে বর্তমানে ব্লুজরা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। টাচেল বলেন, ‘অনিশ্চয়তা থেকে সবকিছু স্পষ্ট করা সবসময়ই উত্তম। মাঠের বাইরে বেশ কিছু বিষয়ে আমাদেরকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের লড়াইয়ে আমরা সেটার কোন প্রভাব পড়তে দেইনি। এটা আমাকে গর্বিত করেছে। স্বাভাবিক ভাবে সকল কর্মকান্ড এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই কঠিন। সে কারনেই ক্লাব ও এখানকার প্রতিটি সদস্য এর কৃতিত্ব পেতেই পারে। আমাদের ক্লাবে এই সংষ্কৃতি একেবারে উপরের পর্যায় থেকে শুরু করে নীচে পর্যন্ত আছে, আর এটাই সকলকে সহযোগিতা করে। এখানকার সবাই নিজ নিজ দায়িত্বের প্রতি দারুন প্রতিশ্রুতিবদ্ধ। আমি মাঝে মাঝে বলে থাকি এখানকার সমর্থকরা যেভাবে আমাদের সাথে থাকে তা সত্যিই বিরল। আর তাদের এই সম্পর্কই আমাদের নানা অনিশ্চয়তা থেকে অনেক সময় রক্ষা করে।’
সর্বশেষ লিগ ম্যাচে দলের বাইরে ছিলেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। বেলজিয়ান এই তারকার জন্য মাঠের বাইরে থেকে ম্যাচ উপভোগ করাটা কঠিন। এ সম্পর্কে টাচেল বলেছেন, ‘সে আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিছু কিছু সময় আমরা সবাইকে দলে জায়গা দিতে পারিনা, কারন মূল দলে মাত্র ১১ জনই খেলার সুযোগ পায়। তবে লুকাকুর জন্য সুযোগটা সবসময়ই থাকে। যেহেতু কেই হাভার্টজ বেশ কয়েকটি পজিশনে খেলার যোগ্যতা রাখে সে কারনেই তাকে নিয়ে দল সাজানোটা সহজ মনে হয়।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।