জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শা উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
রোববার (৯ অক্টোবর) রাতে শার্শা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার নাভারণ রেলস্টেশন অফিস রুমে এ ঘটনা ঘটে। এ কাজে সহযোগিতা করায় স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভ নামের একজনকেও আটক করা হয়।
স্টেশন সূত্র জানায়, বেশকিছু দিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে ওই স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন। হঠাৎ করে রোববার দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের সময় অফিস রুমে প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। এ সময় সহযোগিতাকারী সৌরভসহ প্রেমিক-প্রেমিকাকে অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করেন।
এদিকে ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সবাইকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, রোববার দুপুরে স্টেশনে আটক প্রেমিক-প্রেমিকাকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এই খবরটি জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।