Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অবরুদ্ধ কাশ্মিরের বাগানে পচছে আপেল
আন্তর্জাতিক

অবরুদ্ধ কাশ্মিরের বাগানে পচছে আপেল

Shamim RezaSeptember 21, 20193 Mins Read
Advertisement

অবরুদ্ধ কাশ্মিরের বাগানে পচছে আপেল – ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : এখন ফসল সংগ্রহের সময়। অথচ উত্তর কাশ্মিরি শহর সোপোরের বাজার জনশূন্য। সাধারণত এই সময় বাজারটি লোকে লোকারণ্য থাকে। উৎপাদিত আপেল বিক্রি হয়। কেনা আপেল নেয়ার জন্য ট্রাকের ভিড় লেগে থাকে। ভারতের জম্মু ও কাশ্মির উপত্যকাজুড়ে বাগানগুলো আপেলে ভরপুর। কিন্তু এবার আপেলগুলো বিক্রির সুযোগ না থাকায় পচে যাচ্ছে।

বিশ্বের বৃহত্তম আপেল চাষকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম কাশ্মির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাটকীয়ভাবে রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পরে কয়েক সপ্তাহব্যাপী অবরোধ আরোপ করেছিল। এতে কাশ্মিরের সাথে ভারত ও বিদেশের ক্রেতাদের পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফল চাষকারী ও ফল ব্যবসায়ীরা বলেছেন, এসব অস্থিতিশীলতা ফলচাষ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

মোদি এই পদক্ষেপটি ভারতের অন্যান্য রাজ্যের সাথে একীভূত করাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর একটি উপায় হিসেবে নিয়েছিলেন। তবে আপাতত তার সরকারের এই পদক্ষেপের প্রেক্ষাপটে যে অস্থিরতা তৈরি হয়েছে তা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বিরক্তি আরো বাড়িয়ে তুলেছে। যেখানে ভারতের শাসনের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহ চলমান রয়েছে। উদ্যান, বড় বড় বাড়ি ও বসবাসকারীদের সমৃদ্ধির কারণে স্থানীয়ভাবে ‘ছোট্ট লন্ডন’ নামে পরিচিত সোপোরের বাজার। অথচ এর ফটকগুলো গত সপ্তাহের শেষ দিকে তালাবদ্ধ ছিল। দোকানগুলো ছিল নির্জন। ভোরবেলা একজন ব্যবসায়ী ফজরের নামাজের জন্য সোপোরের বাজারসংলগ্ন একটি মসজিদে ছুটে এসেছিলেন। তিনি রয়টার্সকে বলেছেন, ‘প্রত্যেকে ভয়ের মধ্যে আছে। কেউ আসবে না।’

আপেল হলো কাশ্মিরের অর্থনীতির প্রাণ। উপত্যকার প্রায় অর্ধেক জনসংখ্যা আপেল উৎপাদন ও বিক্রি কেন্দ্রিক অর্থনীতির সাথে জড়িত। কৃষকরা ও ফল ব্যবসায়ীরা বলেছেন, তাদের ফসলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের পণ্য বাজারে আনতে বা ভারতের অন্যান্য অংশে পাঠানো বন্ধ করে দেয়া হয়েছে। কেউ কেউ বলেছেন যে জঙ্গি সংগঠনগুলো কাশ্মিরিদের কাজ বন্ধ করার হুমকিও দিয়েছে। সোপোরের চারপাশে বাগানের পর বাগানে আপেল গাছের নিচে আপেল পচে পড়ে আছে, ঝুলে আছে। সোপোরের এক বড় দোতলা বাড়ির ভেতরে বসে হাজী নামের একজন ব্যবসায়ী বলেছিলেন, ‘আমরা দুই দিক থেকে আটকে আছি। আমরা এখানে বা সেখানে যেতে পারি না।’

ব্যবসায়িক ঘূর্ণিপাক
ব্যবসায়ীদের মধ্যে যারা রয়টার্সের সাথে কথা বলেছিলেন তারা বলছেন যে কেবল ফল শিল্পই ক্ষতির মধ্যে ঘুরপাক খাচ্ছে না। কাশ্মিরের অর্থনীতির আরো দু’টি মূল খাত বা পর্যটন ও হস্তশিল্পকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। গ্রীষ্মের রাজধানী শ্রীনগরে একটি হাউজবোটের মালিক ট্রাভেল এজেন্ট শামীম আহমদ বলেছেন, এই বছরের পর্যটন মওসুম পুরোপুরি শেষ হয়ে গেছে। আগস্ট ছিল শীর্ষ মওসুম এবং আমাদের অক্টোবর পর্যন্ত বুকিং ছিল। হারানো অতীত পুনরুদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে এবং এরপর কী হবে তা আমরা জানি না। শওকত আহমদের মতো কার্পেট ব্যবসায়ীরাও পর্যটকের অভাবে মারাত্মক ক্ষতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ‘যখন কোনো পর্যটক থাকে না, তখন কোনো বিক্রয়ও হয় না। যোগাযোগ বন্ধ থাকায় আমরা ভারতজুড়েও বিক্রি করতে পারছি না।’ শ্রীনগরের একটি বড় চেম্বার অফ কমার্সের কিছু সদস্য বলেন, ইন্টারনেট ও মোবাইল সংযোগের বিচ্ছিন্নতা তাদের ট্যাক্স জমা দেয়া এবং ব্যাংকে লেনদেনসহ তাদের কাজ-কর্মকে অচল করে দিয়েছে। আগস্টের শুরু থেকে ব্যবসায়ীসহ কয়েক শ’ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতাদের আটক করেছে সরকার; গ্রেফতারকৃতদের মধ্যে অনেক মুক্তিও দেয়া হয়েছে। ক্ষমতাসীন বিজেপির সাথে জোটবদ্ধ স্থানীয় দলের নেতা ও সাবেক অর্থমন্ত্রী হাসিব দ্রাবু বলেছেন, বহিরাগতরা এখন কাশ্মিরিদের সাথে ব্যবসা করার দিকে ঝুঁকছে।

‘এটা নিরাশাজনক’
বরফে আচ্ছাদিত পাহাড় দ্বারা সজ্জিত শ্রীনগরের মিরর-শান্ত ডাল হ্রদে পাঁচ কক্ষবিশিষ্ট হাউজ বোটের চালক মনজুর কলু বলেছেন, অশান্তির ভয়ে তাকে পর্যটকদের এখান থেকে সরিয়ে নিতে বলছে পুলিশ। পুলিশ আমাকে বলেছিল যে যদি কোনো অঘটন ঘটে তবে আমি দায়ী থাকব। আমার চার অতিথি যারা ছিলেন ভারতীয় পর্যটক, এরপরেই চলে গেলেন। সেই থেকে কোনো অতিথি আর আসেনি। এখন আমাদের আগামী এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি হতাশার। আমার নৌকাটি ৩৫ বছরের পুরনো। ভেতরে রয়েছে খোদাই করা কাঠের আসবাব এবং যেটি ঐতিহ্যবাহী কাশ্মিরি কার্পেট দিয়ে মোড়ানো। অনেকবার আমি এটি বিক্রি করে দেয়ার কথা ভেবেছি, তবে এটিই আমার বাবার পুরো জীবনের অর্জন।’ সূত্র : রয়টার্স

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অবরুদ্ধ আন্তর্জাতিক আপেল কাশ্মিরের পচছে বাগানে
Related Posts
বিরল তুষারপাত

মরুভূমির বুকে তুষারের চাদর, সৌদি আরবে বিরল বরফপাত

December 22, 2025
অভিবাসনপ্রত্যাশী

গ্রিসে অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

December 22, 2025
ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

December 22, 2025
Latest News
বিরল তুষারপাত

মরুভূমির বুকে তুষারের চাদর, সৌদি আরবে বিরল বরফপাত

অভিবাসনপ্রত্যাশী

গ্রিসে অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার ৫৩৯ জনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি

ট্রাম্প

যেভাবে ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ট্রাম্প, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

প্রবাসী দুবাই

প্রবাসীদের জন্য সুখবর দিলো দুবাই

epstein

এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ

পুতিন

প্রেম করছেন পুতিন

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা

দক্ষিণ আফ্রিকায় পানশালার কাছে বন্দুক হামলা, নি/হত ১০

প্রবাসীদের বিশাল সুখবর দিলো দুবাই

প্রবাসী পেশাজীবীদের বড় সুখবর দিল দুবাই, হাজারও সরকারি চাকরির সুযোগ

Warren-Buffett

অর্থকষ্ট থেকে মুক্তি চাইলে নতুন ওয়ারেন বাফেটের চিহ্নিত ৫ খরচের খাত

BD

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.