স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে গুঞ্জন চলছে। তবে ভক্তরা চান মেসি অন্তত আরও একটি বিশ্বকাপ খেলুক।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা গত বছরের গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাবের অন্তর্ভুক্ত ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। যেটি ছিল ইউরোপের বাইরে তার প্রথমবার কোনো ক্লাবে যুক্ত হওয়া। বর্তমানে তিনি ওই ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন।
৩৬ বছর বয়সি মেসি এ মাসের শুরুতে ব্যাখ্যা করেছিলেন তিনি আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা। সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি এবং এখন বলছেন অবসরের কথা চিন্তা করলে তিনি ‘একটু ভীত’হন।
বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই প্রশ্ন অনেকেরই। কবে ও কখন অবসর নেবেন মেসি সেটি স্পষ্ট না জানালেও কোন ক্লাব থেকে অবসরে যাবেন, ক্যারিয়ারের শেষ ম্যাচটি কোন ক্লাবের জার্সিতে খেলবেন সেটি জানিয়ে দিয়েছেন মেসি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিক থাকলে এটাই আমার সর্বশেষ ক্লাব হবে।’
সেই সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই ফুটবলার আরও বলেন, ‘ফুটবলকে বিদায় জানাতে আমি এ মুহূর্তে রাজি না। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে।’
তিনি বলেন, ‘ইউরোপ ছেড়ে এখানে আসা একটি কঠিন পদক্ষেপ ছিল। আমি জিনিসগুলি উপভোগ করার চেষ্টা করি। এ কারণেই আমি সবকিছুকে অনেক বেশি উপভোগ করি।’
মেসি বলেন, ‘আমার পাশে সতীর্থ এবং বন্ধুরা থাকায় সৌভাগ্যের সঙ্গে ইন্টার মায়ামিতে ভালো সময় কাটাচ্ছি। জাতীয় দলের সঙ্গে আমার ভালো সময় কাটছে, যেখানে আমার সতীর্থ এবং বন্ধুরাও আছে। আমি জানি যখন আর খেলব না তখন ফুটবল মিস করব।’
গত বছরের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।