জুমবাংলা ডেস্ক : প্রায় সব ইস্যুতে আওয়ামী লীগের সুরে কথা বলে ‘গৃহপালিত বিরোধী দলের’ তকমা পাওয়া জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের আবারও দাবি করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে তাঁর দলের অবদান ছিল। জাপাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়ার জবাবে বলেছেন ছাত্রদের জীবন দেওয়া সাফল্যকে গনিমতের মাল মনে করবেন না।
সোমবার বনানী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শেখ হাসিনা আমলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।
৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে জি এম কাদের বলেছেন, এ কৃতিত্ব শুধুই ছাত্রদের। জাতীয় পার্টির নেতাকর্মীরাও রক্ত দিয়েছে। ছাত্রদের জীবন দেওয়া সাফল্যকে গনিমতের মাল মনে করবেন না। রক্তেভেজা এই সাফল্য ভাগবাটোয়ারার নয়।
অন্তর্বর্তী সরকার সম্প্রতি অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে সংলাপে ডাকলেও ডাক পায়নি গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী জাপা। জি এম কাদের অভিযোগ করেন, একটি চক্র জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। আন্দোলনের হত্যা মামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের আসামি করা হচ্ছে।
আগের মতো জি এম কাদের জানান, শিক্ষার্থীদের পক্ষে সংসদের ভেতরে বাইরে বক্তৃতায় সরব ছিলেন। শিক্ষার্থীদের তিনিই শহীদ মিনার থেকে আন্দোলন করতে বলেছিলেন। প্রথম রাজনীতিক হিসেবে গিয়েছিলেন শহীদ আবু সাঈদের বাড়িতে। দলের যৌথসভায় আন্দোলনে সর্বাত্মক সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।