স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট হাশিমোতো বৃহস্পতিবার (৩ জুন) বিবিসি’কে জানিয়েছেন, সূচি অনুযায়ী অলিম্পিক আয়োজনের সম্ভাবনা শতভাগ।
অলিম্পিকের এবারের আসর হওয়ার কথা ছিল ২০২০ সালে, জাপানের টোকিওতে। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিযোগিতাটি এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা আগামী ২৩ জুলাই।
ঠিক সময়ে অলিম্পিক আয়োজনের সম্ভাবনা নিয়ে হাশিমাতো বলেন, ‘আমি বিশ্বাস করি, এই গেমস হওয়ার শতভাগ সম্ভাবনা আছে, যা আমরা করব। এখন বিষয়টি হলো, কীভাবে আরও বেশি নিরাপদ ও সুরক্ষিতভাবে আমরা এটা করতে পারি।’
স্থানীয় লোকদের নিয়ে তিনি বলেন, ‘জাপানের মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সাথে অলিম্পিকের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে তারা সম্ভবত কিছুটা বিরক্তি বোধ করছে, যার ফলে টোকিওতে অলিম্পিক আয়োজনের বিরোধিতার পক্ষে কণ্ঠস্বর জোরালো হচ্ছে বলে আমি মনে করি।’
পুরো অলিম্পিক জৈব সুরক্ষা বলয়ে আয়োজনের আশাবাদ জানিয়ে হাশিমাতো বলেন, ‘যতটা সম্ভব পূর্ণাঙ্গ একটি জৈব-সুরক্ষা বলয় তৈরির চেষ্টা আমরা করছি, যাতে বিদেশ থেকে আসা লোকজনের পাশাপাশি জাপানে থাকা জাপানের নাগরিকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত জায়গা তৈরি করতে পারি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।