জুমবাংলা ডেস্ক : বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন। রাজশাহী থেকে বিকাল ৪টার দিকে যাত্রী নিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার পথে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মুন্সিরমোড় নামক স্থানে অরক্ষিত রেলক্রসিংয়ে মালবোঝাই ভটভটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয়রা দুমড়ে-মুচড়ে যাওয়া ভটভটি সরিয়ে নিলে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চত করে শলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শলুয়া ইউনিয়নের মুন্সিরমোড় নামক স্থানে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনচালিত একটি ভটভটি রেললাইনের উপর আটকে যায়। এ সময় রাজশহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে আসলে ভটভটির চালক ভটভটি ফেলে লাফ দিয়ে পালিয়ে যায়।
এতে ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আধা ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয়রা আটকাপড়া ভটভটিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।