জুমবাংলা ডেস্ক : আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাকিল হোসেন (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই যুবতীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার রেলস্টেশন এলাকার ঢাকা বোর্ডিং নামের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে তাদের আটক করা হয়।
আটক যুবক বিরামপুর উপজেলার কেটরা ইউনিয়নের কেটরা গ্রামের স্থায়ী বাসিন্দা। সে পেশায় একজন মোটরসাইকেল মেকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘রেলস্টেশন এলাকায় ঢাকা বোর্ডিং নামের এক আবাসিক হোটেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে দেহব্যবসা করার অভিযোগ আছে। এমন অভিযোগে বুধবার রাত ৯টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাকিল নামের এক যুবক ও যুবতীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবক শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও যুবতীকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।