অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত শুরু চ্যাম্পিয়ন ফ্রান্সের

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত শুরু চ্যাম্পিয়ন ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক : কাতারের আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের অস্ট্রেলিয়া-ফ্রান্সের মধ্যকার ম্যাচটি ৪-১ জিতেছে দিদিয়ে দেশমের দল।

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত শুরু চ্যাম্পিয়ন ফ্রান্সের

শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টানেন রাবিও। এরপর জিরুদের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধে এমবাপে ব্যবধান বাড়ানোর পর শেষ গোলটি করেন জিরুদ।

শক্তি-সামর্থ্যে প্রতিপক্ষ অনেক এগিয়ে থাকলেও আগের দিন প্রত্যয়ী কণ্ঠে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাট রায়ান। মাঠে নেমে শুরুটাও তারা করে আত্মবিশ্বাসী।

ম্যাচের শুরুর দিকেই গোল করে অসাধারণ কিছুর আশা জাগাল অস্ট্রেলিয়া। তবে তারকাসমৃদ্ধ ফ্রান্স আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে তুলল।

জোড়া গোলে কিংবদন্তি থিয়েরির অঁরির পাশে বসলেন অলিভিয়ে জিরুদ। আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে-আঁদ্রিও রাবিওরা। দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত শুরু পেল ফরাসিরা।

২৪ বছরে ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ অভিষেকে গোল করলেন ও করালেন রাবিও। এর আগে সবশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক ফরোয়ার্ড ক্রিস্তোফ, ১৯৯৮ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অস্ট্রেলিয়া দারুণ এক আক্রমণে এগিয়ে যায় নবম মিনিটে। ডান দিক থেকে ডি-বক্সে ম্যাথু লেকির বিপজ্জনক জায়গায় বাড়ানো বল প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন ক্রেইড গুডউইন।

এবারের বিশ্বকাপে এটাই সবচেয়ে দ্রুততম গোল। দিনের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির দশম মিনিটের গোলকে পেছনে ফেললেন গুডউইন।

পিছিয়ে পড়ে চাপ বাড়ায় ফ্রান্স। সাফল্য মেলে ২৭তম মিনিটে। থিও এরনঁদেজের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে হেডে সমতা টানেন ইউভেন্তুস মিডফিল্ডার রাবিও।

জাতীয় দলের হয়ে প্রথম ২৭ ম্যাচে মাত্র একটি গোল করা রাবিও এই নিয়ে সবশেষ তিন ম্যাচে করলেন দুটি।

এরপর আরও চাপ বাড়ায় ফ্রান্স। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে তারা।

বাইক প্রেমীদের জন্য সুখবর: উন্নতমানের লুক ও দুর্দান্ত ফিচার নিয়ে আসছে Pulsar N150