অস্ট্রেলিয়ায় চাকরি ছাড়লেন হাথুরুসিংহে, আসছেন বাংলাদেশে!
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের নতুন কোচ হচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে! বাংলাদেশকে ব্যবহার করে নিউ সাউথ ওয়েলসের সঙ্গে বেতন এবং চুক্তি বাড়িয়েছেন হাথুরু! বাংলাদেশে আসছেন না হাথুরুসিংহে, জানেন কী নাজমুল হাসান পাপন!
রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকে এমন শিরোনামে সংবাদ ভেসে বেড়াচ্ছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। কিন্তু হাথুরুসিংহে, বিসিবি এবং টাইগারদের নতুন কোচ নামক পাজল যেন মিলছিল না। অবশেষে এই পাজল মেলার পথে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে হাথুরুসিংহের বদৌলতে।
একদিন আগেই (৩০ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে হাথুরু নিউ সাউথ ওয়েলসে থাকছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাদের এমন কোনো সংবাদ দেয়নি। হাথুরু দিয়েছেন কী?’ তার রেশ না কাটতেই জানা গেল, শ্রীলঙ্কান এই কোচ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।
ফলে ধরেই নেওয়া যাচ্ছে যে, হাথুরু এবং বিসিবির মধ্যকার সব বনিবনা সম্পন্ন হচ্ছে। এখন পাজল মেলাতেই হয়ত নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে টাইগারদের দায়িত্ব নেবেন এই শ্রীলঙ্কান কোচ। যদিও বিসিবির পক্ষ থেকে পূর্ণ গ্রিণ সিগন্যাল পাওয়া পর্যন্ত সেটি লেখা কিছুটা আন্দাজে ঢিল ছোঁয়া হয়ে যায়।
তবে আপাতাত নিউ সাউথ ওয়েলস এবং হাথুরুর বিদায় নিশ্চিত হয়েছে সেটা জানানো সম্ভব। নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে বিদায় জানিয়ে লিখেছেন, ‘চান্দিকা নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারের জন্য গত দুই বছরে অসাধারণ অবদান রেখেছে। তার চলে যাওয়া আমাদের ব্যথিত করছে।’
নিউ সাউথ ওয়েলসের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন হাথুরুসিংহে। প্রথমবার ২০১৪-১৭ পর্যন্ত তিন বছরের জন্য কাজ করেছেন ক্লাবটির হয়ে। এরপর ২০২০ সালে আবার যোগ দিয়েছেন সেখানে। এরমাঝে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব পালন করেছিলেন কড়া হেডমাস্টার খ্যাত হাথুরুসিংহে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।