আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুর্গম মহাদেশে অ্যান্টার্কটিকাতেও পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস। অ্যান্টার্কটিকা ছিল একমাত্র মহাদেশ যেটি করোনা মুক্ত ছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চিলির একটি রিসার্চ সেন্টার জানিয়েছে যে অ্যান্টার্কটিকায় কমপক্ষে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে ২৬ জন সেনাবাহিনীর ও ১০ জন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
চিলির সেনাবাহিনী জানিয়েছে, তারা সংক্রমিত সমস্ত সেনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে।
উল্লেখ্য, করোনার হাত থেকে মুক্তি পেতে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছিল অ্যান্টার্কটিকা। তবুও রেহাই মিলল না এই মহাদেশের। মনে করা হচ্ছে, ২৭ নভেম্বর চিলি থেকে কিছু জিনিস অ্যান্টার্কটিকায় পাঠানো হয়েছিল। এর জেরেই ছড়ায় সংক্রমণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।