‘আইএস প্রধান যুদ্ধ করেননি, আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়েছিল’

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন অভিযান চলাকালে নিহত ইসলামিক স্টেট নেতা যুদ্ধ করেননি এবং তাকে আত্মসমপর্ণের সুযোগ দেয়ার প্রস্তাব করা হয়েছিল।। বৃহস্পতিবার এক মার্কিন জেনারেল এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

কানেথ ম্যাকেঞ্জি

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কানেথ ম্যাকেঞ্জি আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাশির বিকল্প নাম গুলোর একটি ব্যবহার করে বলেন, ‘হাজি আব্দুল্লাহ লড়াই করেননি।’

এক সংবাদ সম্মেলনে ওই জেনারেল বলেন, ‘তিনি যুদ্ধ করা ছাড়াই নিজেকে ও তার পরিবারকে হত্যা করেন। এ সময় আমরা তাকে বার বার আত্মসমর্পণের কথা বলি এবং তাকে প্রাণে বেঁচে থাকার সুযোগ করে দেয়ার প্রস্তাব করি।’