স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ওঠতে পারে ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের নাম। ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন এবারের নিলামের জন্য। বাঁহাতি এই পেসারের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি।
সম্প্রতি মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী অর্জুনের। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছেন তিনি।
এবারের আইপিএলে নিলামে সর্বমোট নাম নিবন্ধন করেছেন এক হাজার ৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতীয় ৮১৪ জন, আর বিদেশি ক্রিকেটার আছেন ২৮৩ জন।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। তবে এবারের নিলামে নিবন্ধিত সবচেয়ে কম বয়সী ক্রিকেটার আফগানিস্তানের নূর আহমাদ।
এ ছাড়া এবারের আসরের নিলামে ৪০ বছরের বেশি বয়সী ক্রিকেটার আছেন দুজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


