আইপিএলে কোহলির বিরাট নজির
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি।
শনিবার দিল্লির বিপক্ষে ফিফটির ইনিংস খেলার মধ্য দিয়ে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
শনিবারের আগে ২৩৩ ম্যাচে ৬৯৮৮ রান নিয়ে শীর্ষেই ছিলেন বিরাট কোহলি। এদিন ৪৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে খেলেন ৫৫ রানের ইনিংস।
২০১৬ সালের আইপিএলে ৯৭৩ রান করেছিলেন কোহলি। সেটি আজও এক মৌসুমের সর্বোচ্চ রান।
আইপিএলের ইতিহাসে রানের বিচারে কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২১৩ ম্যাচে ৬ হাজার ৫৩৬ রান সংগ্রহ করেন। ১৭২ ম্যাচে ৬ হাজার ১৮৯ রান করেন ডেভিড ওয়ার্নার। ২৩৭ ম্যাচে ৬ হাজার ৬৩ রান করেন রোহিত শর্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।