স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চাইছেন। সাকিবের এমন বক্তব্যের জেরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে যদি আইপিএলে নেওয়া হতো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত? বিসিবি প্রধানের আশ্বাসবাণী মিথ্যা প্রমাণ করে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যেতে নারাজ বলে জানিয়েছেন এ ব্যাপারে আজ সোমবার (৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলেছনে বিসিবি প্রধান।
এসময় পাপন বলেন, ‘গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না সে দুবাই যাচ্ছে। কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারিরীকভাবে ফিট না। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কিছু বলেননি? জালাল বলল, আমি তাকে বলেছি তুমি দুইদিন ভাব তারপর আমাদের বিষয়টা অবহিত কর। আমি তখন জালালকে বললাম, সাকিবকে বলে দেন যে যা বলার লিখিত দিতে হবে। মৌখিক কথায় হবে না। সে তো আমার কাছে স্বীকার করছে যে খেলবে, এখন সে বলছে খেলবে না। ‘
তিনি বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি (সাকিব) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ এনজয়ই করে নাই!
সভাপতি ভীষণ ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা যে ওয়ানডে সিরিজ জিতে নাই তাতে এনজয় করে নাই, প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাতেও এনজয় করে নাই! হোয়াই? তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না বলে জানান পাপন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।