স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৪০তম ম্যাচে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস।
সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে এই দলের হয়েই আইপিএল অভিষেক হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। শুধু অভিষেক হয়েছিল বললে ভুল বলা হবে, স্বপ্নীল অভিষেক হয়েছিল বাংলাদেশী তারকার।
দারুণ নৈপুণ্য দেখিয়ে দলের শিরোপা জয়ে অনবদ্য ভূমিকা রাখেন। জিতে নেন উদীয়মান খেলোয়াড়ের তকমা। এছাড়া সাতক্ষীরার এই বিস্ময় সাদামাটা নাম মুস্তাফিজুর রহমান থেকে বিশ্বজুড়ে নতুন করে পরিচিতি পান ‘দ্য ফিজ’ এবং ‘কাটার মাস্টার’ নামে।
পুরনো দল ছেড়ে মাঝে এক সিজন মুম্বাইয়ে খেলে নতুন করে চলতি চতুর্দশ আসরে রাজস্থান রয়্যালসে থিতু হয়েছেন মুস্তাফিজ। এবারের আসরের প্রথম পর্বে দারুণ ছন্দে থাকার পর মরুর দেশ আরব আমিরাতে দ্বিতীয় পর্বেও দারুণ বোলিং করছেন কাটার মাস্টার। আজ নামছেন সাবেক দল সানরাইজার্সের বিপক্ষেই।
এদিকে, এই ম্যাচ জিতলেই কলকাতা নাইট রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নেবে দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, দুবাইয়ে। এখন পর্যন্ত রাজস্থান ও হায়দরাবাদ দুটি দলই ৯টি করে ম্যাচ খেলেছে। রাজস্থান ৪টি ম্যাচে জয় পেলেও হায়দরাবাদ জিতেছে মাত্র ১টি ম্যাচে।
হায়দরাবাদের প্লে-অফে ওঠার স্বপ্নভঙ্গ হলেও রাজস্থানের সামনে এখনো শেষ চারে থেকে লিগ পর্ব শেষ করার সুযোগ আছে। এজন্য এ ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ রাজস্থানের জন্য। যদিও প্লে-অফের দৌড়ে ছিটকে গেলেও শেষটা জয় দিয়েই রাঙাতে চায় কেন উইলিয়ামসনের দল।
এদিকে, শীর্ষ চারে ওঠার লড়াইয়ে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে রাজস্থান রয়্যালস। হালকা ইনজুরির কারণে রাজস্থানের সবশেষ ম্যাচে অনুপস্থিত থাকা এভিন লুইস ও ক্রিস মরিস হায়দরাবাদের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। পরিবর্তনের সম্ভাবনা আছে হায়দরাবাদের একাদশেও। ফর্মের সাথে লড়তে থাকা ডেভিড ওয়ার্নারকে একাদশের বাইরে রেখে জেসন রয়কে সুযোগ দেওয়া হতে পারে।
আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সওয়াল, লিয়াম লিভিংস্টোন, স্যাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার/এভিন লুইস, মহিপাল লমরোর, রায়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, তাবরাইজ শামসি/ক্রিস মরিস, কার্তিক ত্যাগি, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদ : ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, ডেভিড ওয়ার্নার/জেসন রয়, কেদার যাদব/প্রিয়ম গার্গ, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও খলিল আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।