স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয়। নিলামে তাকে কিনেছিল নতুন দল গুজরাট টাইটান্স। সপ্তাহখানেক আগেই তিনি দলের মালিকপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রয়।
নিলামে ২ কোটি ভারতীয় রুপিতে দল পাওয়া এই ব্যাটার জানিয়েছেন, একটানা দীর্ঘ দিন বায়োবাবলে থাকা তার জন্য কষ্টকর হবে।
তাই টুর্নামেন্ট থেকেই নিজেকে সরিয়ে নিলেন। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন রয়। এই হার্ডহিটার ইংলিশ ব্যাটারের জায়গায় এখনো কোনো বদলি খেলোয়াড়কে নেয়নি গুজরাট।
আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়া নতুন নয় রয়ের। এর আগেও একবার আইপিএল নিলামে দল পাওয়ার পর নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। ২০২০ আসরে রয়কে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। দেড় কোটি ভারতীয় রুপিতে দল পেলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই আসর থেকে সরে দাঁড়িয়েছিলেন রয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।