Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন
খেলাধুলা ডেস্ক
খেলাধুলা

আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

খেলাধুলা ডেস্কEsrat Jahan IsfaDecember 16, 20253 Mins Read
Advertisement

একদিন পরই শুরু হবে আইপিএলের নিলাম। গতবার মেগা নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিয়েছিল। তাই এবার শুধু হবে মিনি নিলাম। তার আগে অবশ্য প্রতিটি দল ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। প্রতিযোগিতার ১০ দল মোট ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে।

আইপিএল নিলাম

৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন অনভিষিক্ত বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

এ বারের নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য রাখা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এই ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লাখ। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ টাকা। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নিলামে নজর থাকবে প্রথম পাঁচটি সেটের উপর। এই পাঁচটি সেটেই রয়েছেন প্রথম সারির ক্রিকেটাররা। প্রথম সেটে রয়েছেন ব্যাটাররা। তারা হলেন— ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ। দ্বিতীয় সেট অলরাউন্ডারের। সেখানে জায়গা পেয়েছেন— গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরঙ্গ, দীপক হুডা, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র।

তৃতীয় সেটে উইকেটরক্ষকদের রাখা হয়েছে। তারা হলেন— ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লা গুরবাজ ও জেমি স্মিথ। চতুর্থ সেটে জোরে বোলারদের তালিকায় রয়েছেন— জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে ও মাথিশা পাথিরানা। পঞ্চম সেটে রয়েছেন স্পিনাররা। সেখানে জায়গা পেয়েছেন— রবি বিশ্নোই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

আইপিএলের ১০ দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নামবে কেকেআর। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। নিলামে ৪৩ কোটি ৪০ লাখ রুপি নিয়ে নামবে মহেন্দ্র সিংহ ধোনিদের দল। সানরাইজার্স হায়দরাবাদের ২৫ কোটি ৫০ লাখ রুপি, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লাখ রুপি, গুজরাট টাইটান্স ১২ কোটি ৯০ লাখ রুপি ও পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লাখ রুপি নিয়ে নিলামে নামবে। সবচেয়ে কম অর্থ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। ২ কোটি ৭৫ লাখ রুপি নিয়ে নামবে পাঁচ বারের চ্যাম্পিয়নেরা

৭৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। তার মধ্যে ৬ জন বিদেশি কিনতে পারবে তারা। ১০ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দরাবাদের। তবে ২ জনের বেশি বিদেশি কিনতে পারবে না তারা। চেন্নাই কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। তার মধ্যে ৪ জন বিদেশির জায়গা বাকি। রাজস্থানও সর্বাধিক ৯ জনকে কিনতে পারবে। তবে মাত্র ১ জন বিদেশি কিনতে পারবে তারা।

https://inews.zoombangla.com/smartphone-ar-networks-ae/

সর্বাধিক ৮ জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি ও বেঙ্গালুরু। তবে বিদেশি ক্রিকেটার বেশি বাকি দিল্লির। তারা ৫ বিদেশিকে কিনতে পারবে। সেখানে বেঙ্গালুরু কিনতে পারবে ২ বিদেশি। লখনউ সর্বাধিক ৬ ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে ৪ বিদেশির জায়গা বাকি। ৫ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাট ও মুম্বাইয়ের। গুজরাট ৪ বিদেশি কিনতে পারবে। তবে মুম্বাই ১ বিদেশির বেশি কিনতে পারবে না। সবচেয়ে কম ৪ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পাঞ্জাবের। তার মধ্যে ২ জন বিদেশি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আইপিএল আইপিএল নিলাম কত কতজন কিনতে খেলাধুলা দলগুলোর নিলাম পারবে বাজেট
Related Posts
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

December 16, 2025
গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

December 16, 2025
মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

December 16, 2025
Latest News
মোস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

গুজরাটে মেসি

আম্বানির ডাকে গুজরাটে মেসি, ভারত ছাড়বেন কবে

মেসি

দশ হাজার কোটি টাকার বাধা, যে শর্তে ভারতে খেলেননি মেসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

তানজিম সাকিব

আইপিএল মক নিলামে ৭৫ লাখ রুপিতে যে দলে তানজিম সাকিব

পিএসএল

জানা গেল কবে শুরু হবে পিএসএল

রেসলিং - জন সিনা

রেসলিং থেকে বিদায় জানিয়ে দিলেন জন সিনা

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

জন সিনা

রেসলিংকে বিদায় জানালেন জন সিনা

গোট ইন্ডিয়া ট্যুর

ভারতে যা যা করলেন লিওনেল মেসি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.