স্পোর্টস ডেস্ক : ফের শোরগোল সোশ্যাল মিডিয়ায়, বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলী? এমন খবরে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। পাশাপাশি একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে, আসন্ন দিনে বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে সৌরভ গাঙ্গুলিকে সমর্থন করতে প্রস্তুত বোর্ডের একাধিক সদস্যবৃন্দ। এদিকে ভারতের রাজ্য বোর্ডগুলোও আইসিসির সিংহাসনে সৌরভ গাঙ্গুলীকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, ইতোপূর্বে ভারত থেকে জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, শশাঙ্ক মনোহর, নারায়ণস্বামী শ্রীনিবাসন আইসিসি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে একাধিকবার শোরগোল হতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সরাসরি কখনোই মুখ খোলেননি সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাঙ্গুলী নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা করছেন। তিনি জানিয়েছেন, আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নিজের কার্যকালে বাকি থাকা কয়েকটা মাস ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান তিনি। এরপর ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান হওয়ার লড়াইয়ের কথা চিন্তা করবেন তিনি।
এদিকে আইসিসির বর্তমান প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে দ্বিতীয়বারের জন্য আইসিসির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, আইসিসির ম্যানেজিং কমিটির একাধিক সদস্যরা সৌরভ গাঙ্গুলীকে সমর্থন করার জন্য নাকি আগ্রহ দেখিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, আইসিসির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে হলে বোর্ড কমিটির ৫১% ভোট পাওয়া আবশ্যক। আর সেই লড়াইয়ে নাকি গ্রেগ বার্কলের চেয়েও বেশ কিছুটা এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী।
এদিকে আইসিসির চেয়ারম্যান হওয়ার পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিতে হবে সৌরভ গাঙ্গুলীকে। তাছাড়া চলতি বছর বিসিসিআইয়ের সভাপতি হিসেবে নিজের কার্যকালও শেষ করতে চলেছেন মহারাজ। আর সেই কারণে এই সম্ভবনা প্রবল হয়ে উঠেছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।